অরিন্দম রায়-পুরোপুরি মানুষ না,মানুষের কাছাকাছি ।

জীবন ঠিক তার মতো চলে ।আমি আপনি খালি আকার দিতে পারি।জলের মতো যে পাত্রে থাকবে তার আকার ।নিজেকে তাই পছন্দ মতো পাত্র বানাতে চেষ্টা করি । কিন্তু কোনটাই যেন মন মতো হয় না। .

তাই সব পাত্র গুলোই জমিয়ে রাখা আমার অভ্যাস। বর্ণ গুল দিয়ে আমি পাত্র বানাই।বর্ণ গুলো বাক্য হয়ে গল্প ,উপন্যাস ,কবিতার রুপ নেয়।

গল্পের চরিত্র আমার সন্তানের মত।এদের খুসিতে আমি খুসি হয়ে উঠি,এরা কেউ সমস্যায় পপড়লে সে যেন আমার সমস্যা হয়ে দাড়ায়। গল্পকার হিসেবে তার সব দায়দায়িত্ব আমার।.

আমি চেষ্টা সব চরিত্র কে খুসি রাখতে,সব চরিত্র কে ভাল বানাতে।কিন্তু চরিত্র গল্পের ধারায় চলে,আমার কথা শোনে না। গল্পকার নিজেই যেন গল্প দ্বারা পরিচালিত হতে থাকে। জন্ম দেওয়া চরিত্র গুলো এখন বই আকারে ছারাও, ব্লগ ও নানা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করতে পারলাম না।অরিন্দম রায় নামেই ডিজিটাল লেখনি লেখনি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।

প্রকাশের অপেক্ষায়

কাব্য সমগ্র উপন্যাস ছোটগল্প সমগ্র ছোটদের অন্যান্য
অদৃশ্য দরজা মহুয়া ফুলের বাতাস মন যাযাবর কুম্ভদা সিরিজ চাকভাঙ্গা হাঁসি
পৃথিবীর কিনারায় দাঁড়িয়ে আলো আধারে খেলা রং মেলান্তি খেলা ডিগবাজি বিশারদ পলি-ট্রিক্স
সাদা কাঁদায় মাখামাখি জীবনের ফুলকি শক্তি সেন সিরিজ মুঠো ফোনের রাজা খিলখিলি
আমি নেই ৩০ ডিগ্রি কোন হলুদ আবীর সমুদ্র গড়ে জাহাজ নাটক-জাতক
বর্জ্য ফেরি ও ক্লান্ত সূর্য। ভূতের জীবাশ্ম এখানে আকাশ শেষ নাটক-ভাতঘুম
কলম ,একটু সময় চাই। অমৃতস্য গরল মাকড়সার জাল অস্ক-এ-দামন
মুক্ত মনের শিকল রংমশাল সফর
ক্যালিকট ,আমি কলম্বাস মগজে কার্ফু থিঙ্কার
মানুষ ফানুস ছোটি বাত
লজ্জা নেই,শরম জীবন ভর। উক্তি
নিরুদ্দেশ ভালবাসা
শেষ জনের পরেই আমি।

Comments

  • WEB SERIES

    আলো আধারে খেলা – রহস্য রোমাঞ্চকর গল্পের ধারাবাহিক ওয়েব সিরিজ আসছে BRIGHTOFLIX এ।বিয়ের দিন ,বিয়ে শুরুর ঠিক আগেই বরের মৃত্যু !কি করে?.

  • Swapno Sandhan

    ফিচার ফিল্ম আসছে স্বপ্ন সন্ধান গল্পের উপর ভিত্তি করে। এক স্বপ্ন চালিত মানুষের রুদ্ধশ্বাস গল্প।

  • By SOCIAL

    বেশকিছু লেখা পোস্ট আছে ফেসবুকে।পড়ুন -https://www.facebook.com/arindam.roy.186 এবং সার্চ করুন Youtube

Write A Comment